ক্যাটাগরি

সাফল্যের ধারা বাংলাদেশ ক্রিকেট দল ধরে রাখবে, আশা প্রধানমন্ত্রীর

তার দপ্তর থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সবাইকে ‘প্রাণঢালা অভিনন্দন’ জানিয়েছেন এবং কঠোর অনুশীলনের মাধ্যমে জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়ে ‘হোয়াইটওয়াশ’ নিশ্চিত করে বাংলাদেশ দল।

এর আগে গত শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়ে যায়।

২০০৯ সালে ক্যারিবিয়ান সফরে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।