চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের রান তাড়ায় ৩০তম ওভারের ঘটনা সেটি। ওভারের চতুর্থ বলটি মিড অনের দিকে খেলেন জামার হ্যামিল্টন। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে একটি পদক্ষেপ বড় নেওয়ার সময় টান লাগে বাঁ কুঁচকিতে। তখনই মুখ খানিকটা বিকৃত করে ফেলেন সাকিব।
তখনও পর্যন্ত অস্বস্তি পুরোপুরি যায়নি। পরের বলটি করে আবার হাত দিয়ে কুঁচকিতে চেপে ধরে বসে পড়েন তিনি। মাঠে আসেন ফিজিও। খেলা বন্ধ থাকে কিছুক্ষণ।
মাঠেই খানিকটা শুশ্রূষা শেষে ফিজিও সাকিবকে বলেন একটু দৌড়ে দেখতে। দৌড়াতে গিয়ে আবার অস্বস্তি অনুভব করেন বাংলাদেশের অলরাউন্ডার। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তখনই। ওভারটি শেষ করেন সৌম্য সরকার।
ম্যাচের প্রথম ভাগে ব্যাট হাতে ফিফটি করেন সাকিব। বল হাতে তখনও পর্যন্ত করেন ৪.৫ ওভার।
বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরি পরে জানান, চোট কতটা গুরুতর, তা বুঝতে সময় লাগবে আরও।
“আজকের ম্যাচে আর সাকিব মাঠে নামছেন না। আপাতত পর্যবেক্ষণে রাখা হবে তাকে। পরে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ম্যাচ শেষে সাকিব নিজের চোট নিয়ে বলেন, “এই মুহূর্তে কুঁচকির অবস্থা খুব ভালো মনে হচ্ছে না। কালকে সকালে ঘুম থেকে উঠে দেখতে হবে কেমন লাগে। ২৪ ঘণ্টার আগে কিছু বলা কঠিন।”