সোমবার বিকালে আকবর শাহ থানার নিউ শহীদ লেইন জামে মসজিদ এলাকা থেকে তাদের
গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- আজিজ (৬০) ও হারুণ (৪০)। দুজনই জামালপুরের সরিষাবাড়ির বাসিন্দা।
আকবর শাহ থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবগুলো
এক হাজার টাকার জাল নোট বলে জানান তিনি। ভোটের এক দিন আগে এত টাকার জাল নোট তারা কেন
নিয়ে এসেছে সেটা জিজ্ঞাসাবাদ চলছে।
“তারা জানিয়েছে তাদের সাথে আরও একজন ছিলেন, টাকাগুলো মূলত তার। তাকে ধরতেও
পুলিশ কাজ করছে।”