ক্যাটাগরি

৬ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে নিউ জিল্যান্ড

দেশের মাটিতে গ্রীষ্মের ক্রিকেট সূচি সোমবার প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিউ জিল্যান্ডের পাশাপাশি শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত এ বছর যাবে ইংল্যান্ড সফরে।

আগামী ২ জুন লর্ডসে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে ইংলিশদের গ্রীষ্মের আন্তর্জাতিক ব্যস্ততা। এজবাস্টনে পরের টেস্ট শুরু ১০ জুন থেকে।

নিউ জিল্যান্ড সবশেষ ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছিল ২০১৫ সালের মে-জুনে। সেবার দুই টেস্টের সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।

ইংল্যান্ডে শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চূড়ান্ত ছিল আগেই। এবার সেখানে যুক্ত হয়েছে তিনটি টি-টোয়েন্টিও। ২৩ জুন কার্ডিফে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ।

এরপর জুলাইয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তাদের প্রতিবেশী ভারত খেলবে পাঁচ টেস্টের সিরিজ, শুরু হবে ৪ অগাস্ট ট্রেন্ট ব্রিজে।