নিহত মো. জাকির হোসেন (৬০) বরগুনার পাগড় গাইচ্ছা গ্রামের
মো. মমিন উদ্দিনের ছেলে।
গাজীপুরের টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে
জাকির খুন হন বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।
পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল
কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, জাকির গোয়েন্দা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
দুপুরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে
খুনি। স্থানীয়রা তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে
চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাকিরের ‘ডান ও বাম পায়ের রগ কাটা এবং শরীরের বিভিন্ন
স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে’ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক
মাসুদ রানা।
নিহত জাকিরের স্ত্রী লাইলী বেগম বলেন, বেলা ৩টার দিকে
তিনি ফোনে মৃত্যুর খবর পেয়েছেন। আর কিছু জানেন না তিনি।
পুলিশ খুনি গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি
আমিনুল ইসলাম।