উপজেলার বদরুন্নেছা স্কুলের কাছ থেকে সোমবার মধ্যরাতে
তাদের গ্রেপ্তার করা হয় র্যাব ৭-এর ফেনী ফাঁড়ির ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো.
জুনায়েদ জাহেদী জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আলাইয়ারপুর গ্রামের মো.
সিরাজ ওরফে সিকদারে ছেলে আজিজুর রহমান সাকিব (২৩) ও একই এলাকার পেয়ার আহম্মদের
ছেলে মো. শাহ আলম (৩০)।
র্যাব কর্মকর্তা জুনায়েদ জাহেদী বলেন, গোপন খবরের
ভিত্তিতে বদরুন্নেছা স্কুলের পাশে দালালবাড়ির সামনে অভিযান চালায় র্যাব। র্যাবের
উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়।
“তাদের কাছে একটি বিদেশি রিভলবার পাওয়া গেছে। আজিজুর
রহমানের বিরুদ্ধে দাগনভূঁঞা থানায় একটি মাদক ও একটি পেনাল কোড আইনে মামলা রয়েছে।
শাহ আলমের বিরুদ্ধে একই থানায় একটি অস্ত্র মামলা ও দুইটি মাদক মামলা রয়েছে।”