এবিষয়ে সোমবার অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে বিএসইসি বিশ্ব ব্যাংকের কাছ থেকে ৭০ লাখ ডলার চেয়েছে।
এই অর্থ দিয়ে পুঁজিবাজারের তথ্যপ্রযুক্তির আধুনিকায়নে বিনিয়োগ করার পরিকল্পনার কথাও আবেদনে জানানো হয়েছে বলে তিনি জানান।
রেজাউল করিম বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়ানোর জন্য এই টাকা বিনিয়োগ করা হবে। যেমন যদি কেউ বন্ড ছাড়ার জন্য আবেদন করতে চান তাহলে বিএসইসির ওয়েবসাইটের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি শেষ করতে পারবেনে।