ক্যাটাগরি

রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানকে আ. লীগ থেকে বহিষ্কার

সোমবার বিকালে দলের রাজশাহী মহানগর কার্যালয়ে মহানগর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এই কমিটির সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান।

ডাবলু সরকার জানান, নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে ওই সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মাদ আলী সরকারকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

“এরপর তাকে আওয়ামী লীগের সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করে আদেশ জারি করা হয়েছে। তিনি নগরের ১৪ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সদস্য ছিলেন।”

ডাবলু সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে বাধা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।