নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথম সিরিজেই সাকিব আরেক দফায় বুঝিয়ে দিয়েছেন নিজের শ্রেষ্ঠত্ব। দলের ৩-০ ব্যবধানের সিরিজ জয়ে তিনিই ম্যান অব দা সিরিজ।
তবে উৎকর্ষের তো সীমা নেই। তাই তার লড়াই নিজেকে ছাড়িয়ে যাওয়ার, সময়ের সঙ্গে তাল মেলানোর। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর তার বোলিংয়ে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। গত কয়েক বছরে অনেকটাই সাইড আর্ম অ্যাকশনে বোলিং করতেন তিনি। এই সিরিজে আবার দেখা গেছে বেশ ওপর থেকে বল ছাড়তে। তাতে বোলিং বৈচিত্র বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে।
বোলিংয়ের এই পরিবর্তনের প্রসঙ্গেই সিরিজ শেষে সাকিব বললেন, সময়ের সঙ্গে নিজেকে এগিয়ে নিতে চান সবসময়।
“ আধুনিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে চলতে গেলে প্রতিনিয়ত পরিবর্তন করতে হবে। আমিও সেগুলোই করার চেষ্টা করছি। বোলিং-ব্যাটিং দুটিতেই যেখানে আমার কাছে মনে হয় যে উন্নতি করতে পারলে হয়তো আর ৫ ভাগ, ১০ ভাগ ভালো ক্রিকেটার হতে পারব, সেটাই করার চেষ্টা করছি।”