‘তুমি কাছে এলে একমুঠো রোদ্দুর খেলে, তুমি ভালোবাসি বললে চারিদিক হয় ঝলমলে’-এমন কথায় গানটি লিখেছেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী।
কৌশিক শংকর দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নকীব খানের সুরে এটিই নন্দিতা ও ঋতুরাজের প্রথম গান। প্রতিষ্ঠিত সুরকারদের সঙ্গে নবীন শিল্পীদের মিশ্রণ ঘটাতেই গানটি করেছি।”
সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। চলচ্চিত্রে এই গানে ঠোঁট মেলাবেন নিলয় আলমগীর ও মেঘলা মুক্তা।
‘পাঞ্চ’ চলচ্চিত্রে নকীব খানের সুরে এর আগে সামিনা চৌধুরীর একটি গান রেকর্ডিং করা হয়েছে।
গত বছরের মার্চ মাসে আট দিন দৃশ্যধারণের পর মহামারীর কবলে তা স্থগিত করা হয়। আগামী মার্চের মাঝামাঝি থেকে আবার দৃশ্যধারণ শুরু হবে বলে জানান নির্মাতা কৌশিক।
জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে এ চলচ্চিত্রের সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন কৌশিক শংকর দাশ ও মোমিনুল হক।