ক্যাটাগরি

গ্রাহক সেবায় ইসলামী ব্যাংক ও ঢাকা ওয়াসার চুক্তি

বুধবার
ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে ব্যাংকটি।

এক
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় ঢাকা ওয়াসার গ্রাহকরা ইসলামী ব্যাংকের সব
শাখা, উপশাখা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পানি ও স্যুয়ারেজ বিল পরিশোধ করতে
পারবেন।

চুক্তিপত্রে
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা
পরিচালক তাকসিম এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এসময়
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান,
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী ও মো. মোশাররফ হোসাইনসহ ব্যাংকের
উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।