এক বিবৃতিতে বারবাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশন মঙ্গলবার শেই হোপের পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করে। সঙ্গে তার ভাই কাইল হোপও আক্রান্ত বলে জানানো হয়েছে।
ফলে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট রিজিওনাল সুপারফিফটি কাপ খেলা হচ্ছে না দুই জনেরই। আপাতত তাদের থাকতে হচ্ছে আইসোলেশনে।
আগামী ৭ ফেব্রুয়ারি অ্যান্টিগায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া এই টুর্নামেন্ট। যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত রোববার ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। দুই হোপ ভাই ছাড়া গায়ানার ট্রেভন গ্রিফিথেরও পজিটিভ ফল আসে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইংল্যান্ড সফরে সবশেষ খেলেছেন শেই হোপ। লাল বলের ক্রিকেটে বাজে ফর্মের কারণে জায়গা হারান নিউ জিল্যান্ড সফরের দলে। বিবেচনায় ছিলেন না টি-টোয়েন্টি দলেও। তবে ওয়ানডে ক্রিকেটে গত কয়েক বছর ধরে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন তিনি। শেষ মাঠে নেমেছিলেন সিপিএল, গত সেপ্টেম্বরে।
৫ টেস্ট ও ৭ ওয়ানডে খেলা কাইল হোপ জাতীয় দলের বাইরে দীর্ঘদিন। ২০১৭ সালেই প্রথম ও শেষ খেলেছিলেন। সাম্প্রতিক সময়ে মূলত ঘরোয়া ক্রিকেট খেলা এই ব্যাটসম্যান খেলেননি সিপিএলের গত আসরে।
করোনাভাইরাসের শঙ্কায় টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ডসহ নিয়মিত ১০ ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ দল। সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশড হয়েছে তারা।