ক্যাটাগরি

আর্সেনালে ধারে গেলেন রিয়ালের ওডেগোর

পৃথক বিবৃতিতে বুধবার
২২ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে চুক্তির বিষয়টি জানায় ক্লাব দুটি।

চলতি মৌসুমে লা
লিগায় কেবল তিন ম্যাচে রিয়ালের শুরুর একাদশে থাকা ওডেগোরকে পাওয়ার আশায় ছিল প্রতিযোগিতাটির
আরেক দল রিয়াল সোসিয়েদাদও। গত মৌসুমে এই দলেই ধারে খেলেছিলেন তিনি। সেবার দলটির ইউরোপা
লিগে জায়গা পাওয়ার পথে ভূমিকা রেখেছিলেন নরওয়ের এই ফুটবলার।

১৫ বছর বয়সে নরওয়ে
জাতীয় দলে অভিষেক হওয়া ওডেগোর মাদ্রিদের দলটিতে যোগ দেন ২০১৫ সালে, ১৬ বছর বয়সে। মূল
দলে থিতু হতে পারেননি। ধারে খেলেছেন নেদারল্যান্ডসের দুই ক্লাব হিরেনভিন ও ভিতেসে আর্নেমেও।

এবার প্রিমিয়ার
লিগের দলটিতে ১১ নম্বর জার্সিতে দেখা যাবে ওডেগোরকে।

লিগে ২০ ম্যাচে
৩০ পয়েন্ট নিয়ে তালিকার আটে আছে আর্সেনাল।