মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বুধবার ড্র অনুষ্ঠিত হয়। ‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের মোহন
বাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ও দক্ষিণাঞ্চলের প্লে-অফের জয়ী দল।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এএফসি কাপ বাতিল করে দিয়েছিল এএফসি। সেবার নিজেদের প্রথম ম্যাচে টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস।
একই কারণে ২০১৯-২০ মৌসুমের লিগ শুরুর পর তা বাতিল করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফলে আগের লিগের চ্যাম্পিয়ন হিসেবে বসুন্ধরা কিংস আসন্ন এএফসি কাপে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।
দেশের আরেক দল আবাহনী লিমিটেডকে গ্রুপ পর্বে খেলতে হলে পার হতে হবে প্লে-অফের বৈতরণী। দক্ষিণ এশিয়া জোনের ভুটানের থিম্পু সিটি ও মালদ্বীপের ঈগলস ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ১৪ এপ্রিল প্রথম ম্যাচ খেলবে মারিও লেমোসের দল।
নেপাল আর্মি ক্লাব ও শ্রীলঙ্কা পুলিশের মধ্যে জয়ী দলের বিপক্ষে প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপে খেলবে ভারতের বেঙ্গালুরু এফসি। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষে পরের প্লে-অফ খেলতে হবে আবাহনীকে।