পাহাড়তলী থানার পরিদর্শক শাহাদাত হোসেন জানান,
বুধবার সকাল ৭টার দিকে পশ্চিম নাসিরাবাদ বার কোয়ার্টার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত নিজাম উদ্দিন মুন্না (৩০) স্থানীয় গিয়াস
উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে মুন্নার ছোট ভাই সালাউদ্দিন কামরুল পলাতক।
পরিদর্শক শাহাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, “জমি নিয়ে পারিবারিক বিরোধ ছিল। বাড়ির সামনে রাস্তার উপর প্রথমে মুন্নাকে পেটে
ছুরি মারে কামরুল। তারপর তাকে জবাই করে হত্যা করে।”
ঘটনাস্থলে পুলিশ গেছে জানিয়ে তিনি বলেন,
পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে।