ক্যারিবিয়ানদের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ওভার প্রতি ২.৭০ রান দিয়ে সর্বোচ্চ ৭ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। ৯ ধাপ এগিয়ে তিনি এখন র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা চারে।
দারুণ বোলিংয়ে তিন ম্যাচে মুস্তাফিজ নেন ৬ উইকেট, ওভার প্রতি রান দেন ২.৯৫। তিনি এগিয়েছেন ১১ ধাপ, আছেন আটে। ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচে উঠেছিলেন এই পেসার, যা তার সেরা র্যাঙ্কিং।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শেষে বুধবার র্যাঙ্কিং প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
বোলারদের র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওভার প্রতি ২.২৫ রান দিয়ে নেন ৬ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিন এক ম্যাচে ৩ উইকেট নিয়ে উঠেছেন ৩ ধাপ ওপরে। এখন আছেন ৪৩তম স্থানে। যা তার ক্যারিয়ার সেরা।
ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ এগিয়েছেন ১১ ধাপ, এখন ৩৪তম স্থানে তিনি। আগের মতোই র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন বোলার যথাক্রমে নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, আফগানিস্তানের মুজিব-উর-রহমান ও ভারতের জাসপ্রিত বুমরাহ।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে আসেনি কোনো পরিবর্তন। এক ধাপ করে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও তামিম ইকবালের। মাহমুদউল্লাহ এগিয়েছেন ৫ ধাপ।
২ ফিফটিতে ১৫৮ রান নিয়ে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশ অধিনায়ক এখন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ২২তম। একটি করে ফিফটি করেছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। তারা আছেন যথাক্রমে ১৫ ও ৪৯তম স্থানে।
আফগানিস্তানের বিপক্ষে দুটি সেঞ্চুরি করা পল স্টার্লিং ৮ ধাপ এগিয়ে এখন র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে। উপরে উঠেছেন আফগানিস্তানের হাশমতউল্লাহ শাহিদি, রশিদ খান, জাভেদ আহমাদাই, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার ও আমিরাতের মোহাম্মদ উসমান।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই কোনো পরিবর্তন। আগের মতোই সবার উপরে সাকিব। এরপর যথাক্রমে মোহাম্মদ নবি, ক্রিস ওকস, বেন স্টোকস ও ইমাদ ওয়াসিম।