ক্যাটাগরি

চেলসির নতুন কোচ টুখেল

প্রায় আড়াই বছরের মেয়াদে পিএসজিকে দুটি লিগ ওয়ান এবং একটি করে ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপ জেতানো টুখেলকে দায়িত্ব দেওয়ার বিষয়টি মঙ্গলবার চেলসির ওয়েবসাইটে জানানো হয়।

চেলসির ইতিহাসে প্রথম জার্মান কোচ হলেন টুখেল। তার সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছে ক্লাবটি। চুক্তিপত্রে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করার পরদিনই টুখেলকে নিয়োগ দিল লন্ডনের ক্লাবটি।   

সাবেক মিডফিল্ডার ল্যাম্পার্ডের কোচিংয়ের অভিষেক মৌসুমে শীর্ষ চারে থেকে ২০১৯-২০ প্রিমিয়ার লিগ শেষ করে চেলসি। দলটি এফএ কাপের ফাইনালেও উঠেছিল। শিরোপা স্বপ্নে গত দলবদলে ২২ কোটি পাউন্ডেরও বেশি ব্যায়ে একঝাঁক তরুণ খেলোয়াড় দলে টানে তারা।

মৌসুমের শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিল চেলসি। ডিসেম্বরের শুরুতে ছিল লিগ টেবিলের শীর্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠে তারা। সব মিলে টানা ১৭ ম্যাচ ছিল অপরাজিত।

এরপরই ছন্দ হারাতে শুরু করে দলটি। প্রিমিয়ার লিগে সবশেষ আট ম্যাচের পাঁচটিতেই হেরে পয়েন্ট তালিকার ৯ নম্বরে নেমে গেছে চেলসি। এই ব্যর্থতার দায়েই চাকরি হারান ল্যাম্পার্ড।

টুখেলের সামনে এখন মূল চ্যালেঞ্জ, লিগে স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে সাফল্যের পথে ফেরানো। মঙ্গলবার সন্ধায়ই দলের অনুশীলনে থাকবেন তিনি। আর বুধবার লিগে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ম্যাচে চেলসির ডাগআউটে দেখা যাবে ৪৭ বছর বয়সী বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচকে।