৫০ বছর বয়সী দুলাল তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
গত বৃহস্পতিবার শান্তিনগর মোড়ে ট্রাক চাপায় গুরুতর আহত হন দুলাল ও তার স্ত্রী ফাতেমা বেগম। গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে দুলালের মৃত্যু হয়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, ট্রাকটি জব্ধ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে মো. মনির হোসেন দিপু ২৩ জানুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা করেছেন।
দিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার ভোরে তার বাবা-মা ঢাকা সদরঘাট থেকে অটোরিকশায় উত্তরা যাচ্ছিলেন।
ভোর সাড়ে ৫টার দিকে শান্তিনগর মোড়ে পৌঁছালে রাজারবাগ থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি কয়েক গজ দূরে ছিটকে পড়ে এবং ভেতরে থাকা তার বাবা-মা গুরুতর আহত হন।
তাদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার ভোরে দুলালকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ফাতেমা মঙ্গলবার হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে তাদের ছেলে দিপু জানান।
তিনি বলেন, “ঘটনার পর জানতে পেরেছি, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি রমনা পুরাতন থানার মাটি বহনের কাজ করছিল। থানা কম্পাউন্ড থেকে মাটি নিয়ে ডেমরা রোডে ফেলে আসার সময় ট্রাকটি দুর্ঘটনা ঘটায়।”
রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, রমনা পুরাতন থানার মাটি সরানোর জন্য ৪৫টি ট্রাক নিয়োজিত রয়েছে।