ক্যাটাগরি

থরের বাড়িতে থরের অনুষ্ঠান

মহামারীর কারণে বারবার পিছিয়ে যাওয়া ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কাজ অবশেষে শুরু হল অস্ট্রেলিয়াতে। আর থর খ্যাত অভিনেতা ক্রিস হেম্সওর্থের বাড়ির উঠানেই নৃত্যানুষ্ঠান দিয়ে এই ছবির মহরত অনুষ্ঠিত হল।

ছবি: ইন্সটাগ্রাম থেকে।

ছবি: ইন্সটাগ্রাম থেকে।

মঙ্গলবার এই আয়োজনের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে হেম্সওর্থ লেখেন, “গাডিগাল ও বাইডিগাল জাতীদের গ্যামে নৃত্য এবং মাওরি শিল্পীদের কারাকিয়া নৈপুণ্য প্রদর্শনের মধ্য দিয়ে ‘স্বাগতম দেশে’র অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শুট সুন্দরভাবে শুরু হল।”

ছবি: ইন্সটাগ্রাম থেকে।

ছবি: ইন্সটাগ্রাম থেকে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্ম নেওয়া এই অভিনেতা আরও লেখেন, “আদিবাসী অস্ট্রেলিয়ানরা এই দেশ নিয়ে গর্বিত। পাশাপাশি অনেকের কাছেই- রোগ মহামারী, সীমান্ত সহিংসতা, সংস্কৃতি ধ্বংস, শোষণ, অপব্যবহার, পরিবার বিচ্ছিন্নকরণ এবং চরম সামাজিক নিয়ন্ত্রণের নীতিমালা নিষ্পত্তি হওয়ার ইঙ্গিত বহন করে ২৬ জানুয়ারি। আসুন আমরা প্রথম জাতীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সংহতি ও মমত্ববোধের সঙ্গে নিরাময়ের সূচনা করি।”

ছবি: ইন্সটাগ্রাম থেকে।

ছবি: ইন্সটাগ্রাম থেকে।

ছবিতে দেখা যায় একদল শিল্পীর সঙ্গে দাঁড়িয়ে আছেন ক্রিস হেম্সওর্থ এবং পরিচালক টাইকা ওয়াইটিটি।

মার্ভেল কমিকসের চরিত্র থর’কে নিয়ে নির্মিত ছবির চতুর্থ পর্ব হবে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। এর আগে ‘থর: র‌্যাগনারক’ ছবিটিও পরিচালনা করেছিলেন নিউ জিল্যান্ডের পরিচালক ওয়াইটিটি।

এই ছবিতে ‘গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি’র স্টার-লর্ড খ্যাত ক্রিস প্র্যাটকেও দেখা যাবে। আরও অভিনয় করছেন নাটালি পোর্টম্যান, টেসা থম্পসন এবং ক্রিশ্চিয়ান বেইল।