বুধবার সন্ধ্যায়
দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা (২৭)
ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়ার স্টেশন এলাকার মিজানুর রহমানের ছেলে।
আহত মোটরসাইকেল আরোহী
লেবু (২৬) একই গ্রামের আক্তারুজ্জামান বাচ্চুর ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি
ফখরুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেল
রানা ও লেবু মোটরসাইকেলে বিরামপুর থেকে ফুলবাড়ি যাওয়ার পথে লক্ষ্মীপুর এলাকায় বিপরীতমুখী
ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলে সোহেল
রানা প্রাণ হারান। গুরুতর আহত লেবুকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়।”
ওসি ফখরুল ইসলাম জানান,
ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং
ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।