ক্যাটাগরি

নিরাপত্তা ত্রুটি: ওএস আপডেটে সমাধান দিলো অ্যাপল

অ্যাপল বলছে, নিরাপত্তা ত্রুটিগুলোর ‘সক্রিয় সুযোগ নিয়ে থাকতে পারে হ্যাকাররা।’ গিজমোডোর প্রতিবেদন বলছে, আইওস-এর ওই তিন নিরাপত্তা ত্রুটি যে গবেষকরা খুঁজে বের করেছেন, তাদের নাম গোপন রেখেছে অ্যাপল।

এরকম একটি ত্রুটি রয়েছে কার্নেলে। এটি আইফোন ৬এস ও পরবর্তী সংস্করণ, আইপ্যাড এয়ার ২ ও পরবর্তী সংস্করণ, আইপ্যাড মিনি ৪ ও পরবর্তী সংস্করণ এবং আইপ্যাড টাচ (৭ম প্রজন্ম) এ পাওয়া গেছে।

এর মাধ্যমে অ্যাপল ডিভাইসে ম্যালিশাস সফটওয়্যার সুযোগ নিতে পারবে। এরই মধ্যে ত্রুটিটি কাজে লাগিয়েছে হ্যাকাররা এমন অভিযোগও এসেছে অ্যাপলের কাছে।

‘ওয়েবকিট’-এ একটি ত্রুটির কথাও উল্লেখ করেছে গিজমোডো। আইফোন ৬এস ও পরবর্তী সংস্করণ, আইপ্যাড এয়ার ২ ও পরবর্তী সংস্করণ, আইপ্যাড মিনি ৪ ও পরবর্তী সংস্করণ এবং আইপ্যাড টাচ (৭ম প্রজন্ম) এ দেখা মিলেছে এটির।

এর মাধ্যমে দূর থেকেই বিধিবহির্ভূত কোড কার্যকর করতে পারবেন একজন হ্যাকার। এ ত্রুটি ব্যবহার করেছে হ্যাকাররা – এমন অভিযোগ এসেছে অ্যাপলের কাছে।