ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভারতীয় নাগরিকের’ মরদেহ উদ্ধার

তবে তিনি কোন দেশের নাগরিক সে বিষয়ে পরিবার কিছু বলতে পারেনি।

আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মো. ছিদ্দিক মিয়া (৮০) নামে এই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন
আখাউড়া
থানার
ওসি
রসুল
আহমদ
নিজামী।

সিদ্দিকের ভাই ইদ্রিস মিয়া বলেন, “ছিদ্দিক অনেক বছর আগে ভারতে চলে যান। তিনি ভারতেই স্থায়ীভাবে বসবাস করেন। সম্প্রতি
তিনি
দেশে
আসেন। বুধবার ভোরে তার ঘরে ঢুকে পাখার সঙ্গে মরদেহ ঝুলতে দেখি।”

স্ত্রীর মৃত্যুর পর থেকে ছিদ্দিক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে তিনি জানান। তবে সিদ্দিক কোন দেশের নাগরিক
তা তিনি বলতে পারেনি।

ওসি রসুল আহমদ বলেন, “ছিদ্দিকের দুই ছেলে ভারতে আর দুই ছেলে বাংলাদেশে থাকেন। দুই ছেলের সঙ্গে দেখা করতেই তিনি দেশে আসেন।

“প্রাথমিকভাবে মনে হচ্ছে ছিদ্দিক আত্মহত্যা করেছেন।”

পুলিশও বলতে পারেনি সিদ্দিক কোন দেশের নাগরিক। মরদেহ ময়নাতদন্তের
জন্য
ব্রাহ্মণবাড়িয়া
সদর
হাসপাতাল
মর্গে
পাঠানো
হয়েছে বলে জানান ওসি রসুল আহমদ।