ক্যাটাগরি

ভেদরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের
কার্যালয়ে পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় শরীয়তপুর জেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক অনল কুমার দে
এ কথা জানান।

বহিষ্কৃত আবুল বাশার চৌকদার ভেদরগঞ্জ উপজেলা
আওয়মী লীগের কোষাধক্ষ।

অনল কুমার বলেন, “শরীয়পুরের ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে
স্বতন্ত্র হিসাবে (জগ) প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন
আবুল বাশার।

“এতে দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় কেন্দ্রূীয় সিদান্ত মোতাবেক তাকে দল থেকে
বহিষ্কার করা হয়েছে।”