দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৯ সালের অক্টোবরে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল
আমিরাতের তিন ক্রিকেটার নাভিদ, শাইমান ও কাদির আহমেদকে। এবার শুনানির পর বিবৃতিতে আইসিসি
জানায়, নাভিদ ও শাইমানের সাময়িক নিষেধাজ্ঞা বহাল থাকবে আপাতত। তাদের শাস্তির ঘোষণা
দেওয়া হবে সময়মতো।
আইসিসি দূর্নীতি বিরোধী বিধির দুটি ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন
নাভিদ ও শাইমান। তাদের সাময়িক নিষেধাজ্ঞার পর ক্রিকেট ওয়েবসাইট ইসএসপিএনক্রিকইনফোর
একটি খবরে বলা হয়েছিল, বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ফল প্রভাবিত করে এই দুজন ২ লাখ ৭২ হাজার
মার্কিন ডলারের মতো আয় করতে পারতেন।
দুজনের মধ্যে নাভিদের বিপদ আরও বেশি। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেই
নয়, ২০১৯ টি-টেন লিগেও ঠিক এই দুটি ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এই পেসার।
নিষিদ্ধ হওয়ার সময় আমিরাতের অধিনায়ক ছিলেন নাভিদ। এখনও তিনি দেশের সফলতম
আন্তর্জাতিক বোলার। আরেক নিষিদ্ধ শাইমান এখনও দেশের সফলতম আন্তর্জাতিক ব্যাটসম্যান।