জেলার জাজিরা থানার ওসি আজাহারুল ইসলাম বলেন, ঘটনার
সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সাতজনকে আটক করেছে।
নিহত ফরহাদ মল্লিক (২২) জাজিরা উপজেলার পশ্চিম
নাওডোবা তাহের মল্লিককান্দি গ্রামের তৈয়ব আলী মল্লিকের ছেলে।
প্রতীকী ছবি
এলাকাবাসী জানান, ওই গ্রামে দুটি পক্ষের মধ্যে জমি
নিয়ে বিরোধ চলছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিরোধপূর্ণ জমিতে একটি পক্ষ মাটি
কাটতে গেলে অপর পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় শর্ট গানের
গুলিতে কয়েকজন আহত হন। তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।
ফরহাদ গুলিবিদ্ধ হয়েছেন বলে জাজিরা উপজেলা স্বাস্থ্য
ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহামুদুল হাসান জানিয়েছেন।
ওসি আজহারুল বলেন, জমির বিরোধের জেরে সংঘর্ষের সময় এই
ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এ ঘটনায়
জড়িত সন্দেহে পুলিশ সাতজনকে আটক করেছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।