ক্যাটাগরি

সহিংসতা: চট্টগ্রামে বিএনপি সমর্থিত কাউন্সিলরপ্রার্থী আটক

বেলা একটার দিকে বিএনপির
কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিকে আটক করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের
উপ-কমিশনার (দক্ষিন) মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টি
ও ইভিএম মেশিন ভাংচুর নির্বাচনী সহিংসতার অভিযোগে কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিকে
আটক করা হয়েছে।”  

সকাল নয়টা পর্যন্ত
এই ওয়ার্ডে ভোটের পরিস্থিতি শান্তই ছিল।সকাল ১০টার দিকে আছাদগঞ্জ সোবহানিয়া মাদ্রাসা
এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ভোটের মধ্যে সংঘর্ষে ইভিএম ভাঙার ঘটনায় চট্টগ্রামের পাথরঘাটায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিকে গ্রেপ্তার করা হয়েছে।

বেলা ১১টা থেকে ব্রিক
ফিল্ড রোড পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর
প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এই কেন্দ্রে চারটি
বুথ আছে। সেখানে একটি ইভিএম মেশিন ভাঙচুরের পরও ভোটগ্রহণ চলে। 

মো. ইসমাইল বালি একাধিকবার
এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত মেয়াদেও তিনি কাউন্সিলর ছিলেন।

এই ওয়ার্ডে আওয়ামী
লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর। এছাড়াও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত
বিজয় কৃষ্ণ দাশ ও অনুপ বিশ্বাস প্রার্থী হয়েছেন।