বুধবার ভোর সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা
জানিয়েছেন।
তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই
ছেলে রেখে গেছেন।
বাদ জোহর প্রয়াতের কফিন জাতীয় প্রেস
ক্লাবে আনা হলে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা।
ছবি: (ফেইসবুক থেকে নেওয়া)
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা
ইয়াসমীন,
সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক
ফোরাম,
বাচসাস প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে তার ফুল দেওয়া হয়।
এর আগে ক্লাব চত্বরে তার নামাজে
জানাজা অনুষ্ঠিত হয় এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরিবারের সদস্যরা জানান, বনানী কবরাস্থানে বাদ আসর সৈয়দ লুতফুল হকে দাফন করা হবে।
সৈয়দ লুতফল হক ফাইন আর্টস থেকে
স্নাতক ডিগ্রি লাভ করে ১৯৬৮ সালে সাংবাদিকতা শুরু করেন দৈনিক ইত্তেফাকে। তিনি
সাপ্তাহিক বিচিত্রা, দৈনিক বাংলা, ইনডিপেন্ডেটসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
ছবি: (ফেইসবুক থেকে নেওয়া)
‘সংবাদপত্রে ডিজাইন’, ‘দশ দিগন্তের দশ বাসিন্দা’, ‘ইজম’ ও ‘বাংলার সভ্যতা ও সংস্কৃতি’
তার অন্যতম প্রকাশনা। ‘বীরাঙ্গনা সখিনা’ নামে আরেক একটি বই প্রকাশনার অপেক্ষায়
ছিল।
সৈয়দ লুতফুল হক শিল্পাচার্য্ জয়নুল
স্বর্ণ পদক, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক বিভিন্ন
পদকও পেয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের
ওপরে সৈয়দ লুতফুল হকের অন্যতম সৃষ্টিকর্ম ‘কাঠের তৈরি মুর্যাল’ রয়েছে।