আগামী ২৮ ফেব্রুয়ারি
পর্যন্ত জামিন দিয়ে উচ্চ আদালত বলেছে, এই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ
করতে হবে।
বিচারপতি হাবিবুল গনি
ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
আদালতে জামিন আবেদনের
পক্ষে শুনানি করেন আইনজীবী আসাদুজ্জামান খান ও মো. আজমল হোসেন খোকন।
গত ১৬ জানুয়ারি সান্তাহার
পৌরসভার নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু।
এ নির্বাচনে প্রচারণা
চালানোর সময় গত ১০ জানুয়ারি আওয়ামী লীগ-বিএনপি মনোনীত মেয়রপ্রার্থীর সমর্থকদের মধ্যে
সংঘর্ষের ঘটনা ঘটে।
সেদিন বিএনপির নেতাকর্মীরা
আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়। পাল্টায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও
বিএনপির প্রার্থীর কার্যালয়ে হামলা চালায়।
এ ঘটনায় আওয়ামী লীগের
মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম মুন্টু বিএনপির প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টুসহ ৪৭ নেতাকর্মীর
নামে হামলা-ভাঙচুরের মামলা করেন।
তোফাজ্জল হোসেন ভু্ট্টুও
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম মুন্টুসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
আওয়ামী লীগ প্রার্থীর
করা সেই মামলায় ৪৭ জনের মধ্যে বুধবার ৪৬ জনকে হাই কোর্ট আগাম জামিন দিয়েছে বলে জানান
তাদের আইনজীবী মো. আজমল হোসেন খোকন।