মাছুমকে ঝালকাঠির নলছিটি
থেকে আটক করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন গুলশান বিভাগের পুলিশের উপ-কমিশনার সুদীপ্ত
কুমার চক্রবর্তী।
“গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”
মাছুমকে ঢাকায় আনা
হচ্ছে জানিয়ে সুদীপ্ত কুমার বলেন, “বাসচালককে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে অভিযান
চলছে।”
গত বুধবার (২৭ জানুয়ারি)
বিকালে অফিস করে মোটর সাইকেল চালিয়ে নিকুঞ্জের বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন গোপাল।
প্রগতি সরণীর যমুনা
ফিউচার পার্কের সামনে ভিক্টর ক্লাসিকের একটি বাস পেছন থেকে তার মোটর সাইকেলকে ধাক্কা
দিয়ে চাপপা পড়ে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা
তাকে উদ্ধার করে বারিধারায় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে একাত্তর টেলিভিশনের
কর্মীরা গোপালকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
পঙ্গু
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুর্ঘটনায় গোপালের শরীরের নিম্নাংশ
পিষ্ট হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় গোপালের ভাই
দুলাল সুত্রধর সড়ক পরিবহন আইনে গুলশান থানায় মামলা করেছেন।