শুক্রবার বোয়ালখালী
উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ইমতিয়াজ
(২০) উখিয়া কুতুপালং শরনার্থী শিবিরের বাসিন্দা বলে বোয়ালথালী থানার এসআই সুমন কান্তি
দে জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “ইমতিয়াজ ইয়াবা বিক্রি করতে উখিয়া থেকে বোয়ালখালী এসেছিলেন। সকালে গোপন
সংবাদের ভিত্তিতে চরণদ্বীপ ফাসিয়াখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।”
পরে তাকে তল্লাশি করে
পকেট থেকে ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান এসআই সুমন।
ইমতিয়াজের বিরুদ্ধে
মাদকদ্রব্য ও বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।