বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা
লেফট্যানেন্ট খন্দকার
মুনিফ তকি জানান, সদর উজেলার হরিনা ও বহরিয়া মাছ ঘাট
থেকে শুক্রবার সকালে জাটকাগুলো জব্দ করা হয়।
মুনিফ বলেন,
“গোপন খবরে হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান চালিয়ে আনুমানিক ৬২.৫ মন (২৫০০ কেজি) জাটকা জব্দ করা হয়।
“পরে জাটকাগুলো চাঁদপুর
জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় ২৭টি এতিমখানা ও গরীবদের
মাঝে বিতরণ করা হয়।”
কোস্টগার্ডের
এ কর্মকর্তা জানান, তাদের এখতিয়ারভুক্ত এলাকায়
অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা নিধন রোধে
নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।