রাজধানীর মাতেই বালস হাসপাতালে শুক্রবার ভোররাতে (জিএমটি ০৩:০০) আগুন লাগে। আগুনে হাসপাতালের চারটি কক্ষ পুড়ে যায়। আগুন লাগার পর হাসপাতাল থেকে ১০২ জন রোগীকে উদ্ধার করা হয়। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
১৯৫৩ সালে তৈরি হাসপাতাল ভবনটির সম্পূর্ণ সংস্কার করা হয়েছিল বলে জানান সেটির ব্যবস্থাপক।
মাতেই বালস রোমানিয়ায় কোভিড-১৯ এর চিকিৎসার জন্য সবচেয়ে বড় এবং সর্বাধিক ব্যবহৃত হাসপাতাল।
যেসব রোগীদের হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে তাদের সবাই মাঝারি বা গুরুতর আক্রান্ত কোভিড রোগী। যাদের অধিকাংশকেই হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল বলেও জানান ব্যবস্থাপক।
উপ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে হাসপাতাল থেকে উদ্ধার রোগীদের কেউই অগ্নিদগ্ধ নন।”
শুক্রবারও রোমানিয়া জুড়ে হাসপাতালগুলোতে ৭,৭০০ জনের বেশি রোগী ভর্তি আছে। যাদের মধ্যে ৯৮৯ জন আইসিইউতে।
দেশটিতে এখন পর্যন্ত সাত লাখ ২১ হাজার ৫১৩ জন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৮ হাজার ১০৫ জন।
এর আগে গত নভেম্বরে পিয়াত্রা নামট কাউন্টির একটি কোভিড হাসপাতালের আইসিইউতে আগুন লেগে ১০ জন নিহত হন।