ক্যাটাগরি

শেষ আটে গ্রানাদাকে পেল বার্সেলোনা  

শেষ আটের ড্র অনুষ্ঠিত হয় শুক্রবার। দ্বিতীয় সারির দল রায়ো ভাইয়েকানোকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ওঠা বার্সেলোনা চলতি মাসের শুরুতে লা লিগায় গ্রানাদাকে তাদের মাঠে ৪-০ ব্যবধানে হারিয়েছিল। কোপা দেল রেতে ওই মাঠেই খেলতে যাবে রোনাল্ড কুমানের দল।

দ্বিতীয় বিভাগের দল আলমেরিয়ার মাঠে খেলবে সেভিয়া। শেষ ষোলোয় ওসাসুনাকে টাইব্রেকারে হারানো আলমেরিয়া দ্বিতীয় স্তরের একমাত্র দল হিসেবে এখনও আসরে টিকে আছে।

এবারের স্প্যানিশ সুপার কাপ জয়ী ও কোপা দেল রের গত আসরের ফাইনালিস্ট আথলেতিক বিলবাওয়ের প্রতিপক্ষ রিয়াল বেতিস। আর ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে লেভান্তে।

এক লেগের ম্যাচগুলো হবে আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি।