ক্যাটাগরি

ইইউতে অনুমোদন পেল অ্যাস্ট্রাজেনেকার টিকা

অ্যাংলো-সুইডিশ কোম্পানিটি ইইউ দেশগুলোর এ জোটকে দেওয়া টিকা সরবরাহের প্রতিশ্রুতি ভঙ্গ করছে কিনা এমন বিতণ্ডার মধ্যেই এ পদক্ষেপের খবর দিল বিবিসি।

চুক্তির লঙ্ঘন হয়েছে- এমনটা দেখানোর আশায় এই ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে হওয়া চুক্তি প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন।

ইইউতে থাকা একটি কারখানায় সমস্যার কারণে টিকার সরবরাহ কমে যাবে বলে গত সপ্তাহে জানিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা।

ইউরোপীয়ান কমিশন প্রধান উরসুলা ভন ডার লিয়েন শুক্রবার জার্মান রেডিওকে বলেন, অগাস্টে সম্পাদিত ওই চুক্তির মধ্যে ‘আইনগতভাবে বাধ্যতামূলক আদেশ’ ছিল।

তিনি অ্যাস্ট্রাজেনেকার বিবৃতির ব্যাখ্যাও দাবি করেন।