মিরপুর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস জানান, শুক্রবার সকালে উপজেলার তালবাড়িয়া বালুঘাট এলাকা থেকে জাহাবুল নামের ওই যুবকের লাশ তারা উদ্ধার করেন।
২২ বছর বয়সী জাহাবুল উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা সুগন্ধিচর এলাকার সাইদুল ইসলামের ছেলে।
ওসি বলেন, সকালে বালুঘাটের বালুর মধ্যে জাহাবুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
জাহাবুল গত ১৮ জানুয়ারি নিখোঁজ হন। পরদিন তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি ও করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি বলেন, পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিত ভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
লাশ ময়নাদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।