ক্যাটাগরি

চট্টগ্রামে দেয়ালচাপায় একজনের মৃত্যু

শুক্রবার দুপুরে আগ্রাবাদ
ঢেবার উত্তরপাড়ে এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।

নিহতের নাম মো. শরীয়তউল্লাহ
(৬০)। তিনি পিডিবির গাড়ি চালাতেন। নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা শরীয়তউল্লাহ থাকতেন
ঢেবার পাড়ে। 

দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের
নাম জানা গেছে। তারা হলেন- মো. আল আমীন (৩০) ও রাকিব (২৩)।

স্থানীয়রা জানিয়েছেন, যে
স্থানে সীমানা দেয়াল ভেঙে পড়েছে সেটা খালি জায়গা। জায়গাটির দাবিদার বাংলাদেশ রেলওয়ে
ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ সেটার দখল নিয়ে লিজ দিয়েছে।
সেখানে স্থাপনা নির্মাণের জন্য স্ক্যাভেটর দিয়ে মাটি সরানো হচ্ছিল।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম
বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
দুপুরে জুমার নামাজ শেষে মুসল্লিরা ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এসময় সীমানা দেয়াল ভেঙে পড়ে
হতাহতের ঘটনা ঘটে।

“শরীয়তউল্লাহঘটনাস্থলে মারা
গেছেন। আহতদের মধ্যে আল আমীনকে চট্টগ্রাম মেডিকেল এবং অন্য তিনজনকে বেসরকারি একটি হাসপাতালে
ভর্তি করা হয়েছে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা
নিউটন জানান, বালু সরানোর কারণে ভিত নরম হয়ে যাওয়ায় দেয়ালটি পড়ে গেছে।