শুক্রবার দুপুরে আগ্রাবাদ ঢেবার উত্তরপাড়ে এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন।
নিহতরা হলেন মো. শরীয়তউল্লাহ (৬০) ও আল আমীন (৩০)। শরীয়তউল্লাহ পিডিবির গাড়ি চালাতেন। নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা শরীয়তউল্লাহ থাকতেন ঢেবার পাড়ে।
যে সীমানা প্রাচীর ভেঙ্গেছে তার সামনে বসে আল আমীন মাস্ক বিক্রি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে এক জনের নাম রাকিব (২৩)।
স্থানীয়রা জানিয়েছেন, যে স্থানে সীমানা দেয়াল ভেঙে পড়েছে সেটা খালি জায়গা। জায়গাটির দাবিদার বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ সেটার দখল নিয়ে লিজ দিয়েছে। সেখানে স্থাপনা নির্মাণের জন্য স্ক্যাভেটর দিয়ে বালু সরানো হচ্ছিল।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে জুমার নামাজ শেষে মুসল্লিরা ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এসময় সীমানা দেয়াল ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
“ বালু সরানোর কারণে ভিত নরম হয়ে যাওয়ায় দেয়ালটি ধসে পড়ে।”
শরীয়তউল্লাহ ঘটনাস্থলে মারা যান বলে জানান তিনি।
আহতদের মধ্যে আল আমীনকে চট্টগ্রাম মেডিকেল এবং অন্য তিনজনকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আল আমীন মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন জানান, আল আমীনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে চারটার দিকে তার মৃত্যু হয়।