সদর থানার ওসি
মিজানুর রহমান জানান, মধুপুর এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে শুক্রবার দুপুরে এই
দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন
আহম্মেদ রবিন (১৮) জেলা শহরের ব্যাপারীপাড়ার রবিউল ইসলামের ছেলে।
ওসি মিজানুর বলেন,
রবিন মোটরসাইকেলে করে মধুপুর থেকে ঝিনাইদহে ফিরছিলেন। পথে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস
তাকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়েন রবিন। এ সময় বিপরীত আসা একটি ট্রাক তাকে চাপা
দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক
মৃত ঘোষণা করেন বলে জানান ওসি মিজানুর।