স্থানীয় সরকার বিভাগ গত ২১ জানুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার হাতে পেয়েছেন বলে নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী জানান।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌরশাখা-২) এর উপ-সচিব ফারজানা মান্নান সাক্ষরিত ওই প্রজ্ঞাপন বলা হয়- সরকারি দায়িত্ব পালন না করা, জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ না করা ও এডিপির অর্থ ব্যয়ে অনিয়ম করাসহ নানা অভিযোগে নাটোরের বাগাতিপাড়া পৌরসভার মেয়র মোশাররফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হল।
তবে কোন খাতের কি পরিমাণ অর্থ ব্যয়ে অনিয়ম করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।
বরখাস্তের অফিস আদেশ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট মেয়র বরাবর পাঠানো হয়েছে।
মেয়র মোশাররফ হোসেন তার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন। গত ২১ জানুয়ারি উপ-সচিব প্রজ্ঞাপনে সাক্ষর করলেও বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি তার নজরে আসে।
গোলাম রাব্বী জানান, নাটোরের বাগাতিপাড়া পৌরসভা না রাখার পক্ষে স্থানীয় সাংসদের আবেদনের প্রেক্ষিতে সরকার বাগাতিপাড়া পৌরসভা বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেন।
ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা হওয়ায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি এ পৌরসভায়। তাই একটানা ১৬ বছর এই পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন।
২০০৪ সালে বাগাতিপাড়া পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর ওই বছরের ২৬ জুলাই মোশারফ প্রশাসকের দায়িত্ব পান। এরপর ২০০৬ সালের নির্বাচনে প্রথম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন এবং ২০০৮ সালে পদ পরিবর্তন হয়ে মেয়র হন তিনি।