শুক্রবার বেলা ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেন অলিউর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মধ্যেমে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের তাণ্ডবের কথা জানিয়ে তাদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।
“এ বিষয়ে রিটানিং কর্মকর্তা বা প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। বরং সরকার দলীয় সমর্থকরা বিএনপির পোলিং এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।”
ছাত্রলীগের তাণ্ডব ও পুলিশের নিস্কৃয়তার নিষ্ক্রিয়তার কারণে বিএনপির সমর্থক ও কর্মীরা আতঙ্কগ্রস্থ হয়ে গেছে। তাই জেলা বিএনপি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অলিউর।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।