শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৬ ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি
সেলসিয়াস।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, রংপুর বিভাগসহ গোপালগঞ্জ,
সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর
দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
“হিমেল হাওয়ায় শীতের অনুভূতি তুলনামূলক বেশি হচ্ছে। দেশের
উত্তর পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আরও দুদিন শৈত্যপ্রবাহ
থাকবে।”
শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে
আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পযন্ত ঘন কুয়াশা বিরাজ করবে।
বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮
থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে মৃদু; ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে
হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা
হয়।
চলতি শীত মওসুমের তৃতীয় দফার এই শৈত্যপ্রবাহ শুরু হয় গত বৃহস্পতিবার।
এর আগে গত ১৮-২৩ ডিসেম্বর এবং ২৬-৩১ ডিসেম্বর রংপুর, রাজশাহী, কুষ্টিয়া ও যশোর
অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়।
গত ১৫ জানুয়ারি বদলগাছিতে থার্মোমিটারের পারদ নেমে যায় ৬
দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।