আর এই ছবিতে রাম ও সিতার চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক রোশন ও দিপিকা পাড়ুকোন।
এক সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা ডটকম জানায়, প্রযোজক মধু মন্টেনার বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে। মাঝে নিজেদের প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্ম’ ভেঙে যায়। ফলে জটিলতায় পড়ে পেছাতে থাকে এই ছবির আয়োজন।
পরে মন্টেনা নিজেই বাকি তিন অংশীদারের কাছ থেকে পুরো মালিকানা কিনে নিয়ে একাই এই পথে হাঁটছেন।
আর সেই কারণেই হয়ত ছবির বাজেট হয়েছে আকাশ চুম্বি। তিনশ’ কোটি টাকার বাজেটের এই ‘রামায়ণ’ হবে থ্রিডি। আর সব কিছু ঠিক থাকলে ছবিটি পরিচালনা করবেন ‘দঙ্গল’ খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি।
জানা গেছে, সব রকম বিতর্ক এড়াতে মধু বেশ কয়েকজন গবেষকেরও পরামর্শ নিচ্ছেন।