আসরের প্রথম আট দিনের প্রতিদিন ৩০ হাজার দর্শককে সমান দুই
ভাগ করে দিন ও রাতের সেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
কোয়ার্টার-ফাইনাল থেকে সংখ্যাটা নেমে আসবে ২৫ হাজারে, গত
কয়েক বছরে গড় দর্শকের তুলনায় যা অর্ধেক।
মহামারীর কারণে তিন সপ্তাহ পিছিয়ে মেলবার্নে আগামী ৮ ফেব্রুয়ারি
শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম, চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
কোভিড মহামারীর মধ্যে অস্ট্রেলিয়ায় অন্য দেশের নাগরিকদের
প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কঠিন এই পরিস্থিতিতে প্রতিযোগিতাটি আয়োজনের লক্ষ্যে চলতি
মাসের শুরুর দিকে ভাড়া করা বিমানে এক হাজার ৭০০-এর বেশি খেলোয়াড়, স্টাফ ও টুর্নামেন্ট
সংশ্লিষ্টদের দেশটিতে নেওয়া হয়।
নিয়ম অনুযায়ী, অস্ট্রেলিয়া পৌঁছে সবাইকে বাধ্যতামূলক ১৪
দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। অধিকাংশ খেলোয়াড়কে অবশ্য পাঁচ ঘণ্টা কোর্টে অনুশীলনের
অনুমতি দেওয়া হয়। তবে ভিন্ন তিনটি ফ্লাইটে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ায় ওই ফ্লাইটগুলোয়
আসা ৭২ জন খেলোয়াড়ের তাদের হোটেল কক্ষ ছেড়ে বের হওয়ার অনুমতি ছিল না।