ক্যাটাগরি

পর্তুগালে বাংলা প্রেস ক্লাবের কমিটি গঠিত

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে লিসবনের মাল্টিকালচারাল অ্যাকাডেমিতে আগামী এক বছরের জন্য ১৭ সদস্যের এ কমিটি ঘোষণা করেন তারা।

সংগঠনের আহ্বায়ক রনি মোহাম্মাদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ফরিদ আহমেদ পাটোয়ারি।

কমিটিতে অন্যান্য পদে এসেছেন- সিনিয়র সহ সভাপতি জহুরুল ইসলাম মুন, সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিক, সহ সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, সহ সভাপতি এফ আই রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম, কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, প্রচার সম্পাদক এনামুল হক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. মহিউদ্দিন, সমাজকল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক প্রিন্স আহমেদ ও দপ্তর সম্পাদক মো. শাহজাহান।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরশাদ সুমন, রবিউল ফয়সাল, মুরাদ শেখ ও শওকত আলম। উপদেষ্টা হিসেবে রয়েছেন হুমায়ুন কবির হিমু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!