ক্যাটাগরি

বায়োপিক: মুম্বাই যাচ্ছেন তৌকীর, ফিরছেন তিশা

ছবির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ঢাকায় ফিরছেন তিশা। সপ্তাহখানেক পর শিডিউল অনুযায়ী আবারও মুম্বাইয়ে শুটিং ইউনিটের সঙ্গে যুক্ত হবেন এ অভিনেত্রী।

ছবিটি পরিচালনা করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার ভূমিকায় অভিনয় করছেন তিশা।

ছবির শুটিংয়ে অংশ নিতে জানুয়ারির শেষভাগে তিশা, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, দীঘি, দিব্য জ্যোতিসহ বেশ কয়েকজন শিল্পী মুম্বাইয়ে গেছেন; ২৫ জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে ছবির দৃশ্যধারণ চলছে।

৪ ফেব্রুয়ারি মুম্বাই যাচ্ছেন তৌকীর আহমেদ ও শহীদুল আলম সাচ্চু। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর ও শেরেবাংলা এ কে ফজলুল হকের চরিত্রে সাচ্চুকে দেখা যাবে।

৭ ফেব্রুয়ারি অভিনেতা ফজলুর রহমান বাবু, নুসরাত ফারিয়াদের সঙ্গে দ্বিতীয়বারের মতো মুম্বাই যাচ্ছেন তিশা।