ক্যাটাগরি

মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাবে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন

আদতে এটি কোনো কল্পকাহিনী নয়। অ্যাভাম নামের এক প্রতিষ্ঠানের তৈরি ড্রোন ‘র‌্যাভ এক্স’ এভাবে কৃত্রিম উপগ্রহ পাঠাতে পারবে। এতে অর্থ খরচও কম হবে।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন বলছে, ড্রোনটি ৮০ ফিট লম্বা হবে এবং ১৮ ফিট উঁচু হবে। হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন এটি।

গোটা ড্রোনটিই চলবে অ্যাভামের সফটওয়্যারে। উক্ষেপণ প্রক্রিয়ার ৭০ শতাংশই পুনঃব্যবহারযোগ্য। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জে স্কাইলাস একে শতভাগের কাছাকাছি নিয়ে যেতে আগ্রহী।

“প্রথম ধাপটি হলো শুধু অবতরণ, আরেকটি রকেট উক্ষেপণ এবং আবারও উড্ডয়ন, ঠিক যেভাবে একটি প্লেন করবে।” বলেছেন অ্যাভাম প্রধান স্কাইলাস।

উক্ষেপণ চুক্তি বাবদ এরই মধ্যে একশ’ কোটি ডলারেরও বেশি সংগ্রহ করার কথা জানিয়েছে অ্যাভাম। মার্কিন স্পেস ফোর্সের হয়ে ৩৬০টি কৃত্রিম উপগ্রহ নিম্ন পৃথিবী কক্ষপথে পাঠানোর চুক্তিটিও তারাই পেয়েছে। এ বছরই এটি সম্পন্ন হতে পারে বলে উল্লেখ করেছেন স্কাইলাস।