এক বিবৃতিতে শনিবার লা লিগার দলটি জানায়, বেলজিয়ান উইঙ্গার কারাসকো ও স্প্যানিশ ডিফেন্ডার এরমেসো কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত শুক্রবার থেকে বাড়িতে আইসোলেশনে রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই লিগে রোববার স্বাগতিক কাদিসের বিপক্ষে ম্যাচে তাদের পাওয়া যাবে না।
দুজনই চলতি লিগে আতলেতিকোর হয়ে খেলেছেন ১৫ ম্যাচ। গত সপ্তাহে লিগে ভালেন্সিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে দুজনই ছিলেন শুরুর একাদশে।
লা লিগার শিরোপা লড়াইয়ে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে দিয়েগো সিমেওনের দলটি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ম্যাচও একটি কম খেলেছে তারা।