শুক্রবার হোলগুইন থেকে গুয়ান্তানামো যাওয়ার পথে পাহাড়ে ধাক্কা খেয়ে কপ্টারটি বিধ্বস্ত হয়, মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এমনটাই জানিয়েছে কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম।
“৫ ক্রুর সবাই নিহত হয়েছে,” বলা হয়েছে তাদের বিবৃতিতে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
নিহতদের পরিচয় এবং এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু জানানো হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০১৮ সালে দেশটিতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছিল। সেবার হাভানা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর বিমানটি বিধ্বস্ত হয় এবং একজন ছাড়া আরোহীদের সবার প্রাণ যায়।
এর আগের বছরের এপ্রিলে পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে রাশিয়ানদের বানানো একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে কিউবার সামরিক বাহিনীর ৮ সদস্য নিহত হয়েছিল।