ক্যাটাগরি

কোভিড-১৯: ধনীদের ওপর অতিরিক্ত কর বসছে আর্জেন্টিনায়

দেশটির নাগরিকদের মধ্যে যাদের সম্পদের পরিমাণ ২৩ লাখ মার্কিন ডলারের বেশি তাদেরকে আর্জেন্টিনায় থাকা সম্পদের ওপর ৩ শতাংশের কাছাকাছি এবং বিদেশের সম্পদের ওপর ৫ শতাংশের বেশি কর দিতে হবে।

এ সংক্রান্ত একটি আইন শুক্রবার থেকে কার্যকর হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

নতুন এ আইনে দক্ষিণ আমেরিকার দেশটির প্রায় ১২ হাজার মানুষকে বাড়তি কর দিতে হচ্ছে।

এর মাধ্যমে আর্জেন্টিনার সরকার প্রায় ৩০০ কোটি ডলার পাওয়ার আশা করছে; যে অর্থ বিভিন্ন বৃত্তি ও সামাজিক কার্যক্রমেও খরচ করা যাবে।

‘মিলিয়নেয়ার ট্যাক্স’ নামের এককালীন করের এ আইনটি ডিসেম্বরে আর্জেন্টিনার সেনেটে ৪২-২৬ ভোটে পাস হয়েছিল।  

মধ্য-বামপন্থি প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের এ কর পরিকল্পনাকে বিরোধীরা ‘সম্পদ বাজেয়াপ্তের’ চেষ্টা হিসেবে অ্যাখ্যা দিয়ে আসছে।

বাড়তি কর নেওয়ার এ প্রক্রিয়া স্থায়ী হয়ে যেতে পারে বলে শহুরে নাগরিকদের অনেকের মধ্যে আশঙ্কাও রয়েছে।

মহামারীতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত আর্জেন্টিনার প্রায় ৪০ শতাংশ বাসিন্দাই এখন দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে; বেকারত্বের হার ১১ শতাংশ।

করোনাভাইরাসে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখা দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে।