শহরের চান্দনা চৌরাস্তায় এলাকায় শুক্রবার সকালে পুলিশের ওপর এই হামলা হয় বাসন থানার ওসি কামরুল ফারুক জানান।
তিনি বলেন, পুলিশ সকালে ওই এলাকায় সাইফুল ইসলাম টিটু নামে একজনের কাছে মাদক আছে এমন অভিযোগে তাকে আটক করে তার দেহ তল্লাশি করতে চায়।
“টিটু পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন এবং সরকারি কাজে বাধা দেন। পরে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালালে বাসন থানার এসআই আব্দুর রহিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রহিম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।”
এ ঘটনায় বাসন থানার এসআই আল আমিন ১০ জনের নাম উল্লেখ করে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় ছয়জনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি কামরুল ফারুক।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের দিঘির চালা এলাকার মিজানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম টিটু (৩০), একই এলাকার আমিনুল হকের ছেলে তুষার (৩০), আউটপাড়া এলাকার সাফিজ উদ্দিনের ছেলে ইসরাফিল (৩০), কিশোরগঞ্জের কটিয়াদি এলাকার আব্দুল মোজামের ছেলে ফরিদ মিয়া (২৫), মোক্তার উদ্দিনের ছেলে আলা উদ্দিন (২৮) ও মাদারীপুর শিবচর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে মিলন হোসেন (২৯)।